Numerology number 9

Estimated read time 1 min read

সংখ্যাতত্ব নিয়ে কিছু আলোচনা করি আপনাদের সাথে।

আজকের আজকের আমরা সংখ্যাতত্ত্বের ৯ সংখ্যা নিয়ে আলোচনা করব।

জ্যোতিষী মতে ৯ সংখ্যা — এটি মঙ্গলের সংখ্যা। যৌবনের প্রতীক। আগ্রাসী, উদ্যমী, উচ্চাকাঙ্খী হয় ৯, ১৮, ২৭ তারিখে জন্ম হওয়া ব্যক্তিরা। আধিপত্য, নেতৃত্বদানের ক্ষমতা এঁদের সহজাত। এঁদের মধ্যে থাকে বাঁধন না মানা মনোভাব। কারওর অধীনে থাকতে ভালবাসেন না এঁরা। এই সংখ্যার জাতক-জাতিকারা হন স্বাধীনচেতা। চিন্তা-ভাবনার থেকে আবেগকে বেশি গুরুত্ব দেন এই সংখ্যার মানুষ।

৯ সংখ্যার মধ্যে কি শুদু এইটুকুই লুকিয়ে আছে?
আর কিছুই নেই?

তাহলে আসুন একটু অন্য রকম ভাবে আমরা আলোচনা শুরু করি।

সত্যযুগ: ১,৭২,৮০০ বছর(১ ৭ ২ ৮)= ১৮(১+৮=৯)
ত্রেতাযুগ: ১২৯৬০০০ বছর (১ ২ ৯ ৬)=১৮(১+৮=৯)
দ্বাপর্যুগ: ৮৬৪০০০ বছর (৮ ৬ ৪)=১৮(১+৮=৯)
কলিযুগ: ৪৩২০০০ বছর(৪ ৩ ২)=৯

সাধারণ মানুষ সারাদিনে ২১৬০০ বার নিঃশ্বাস নিয়ে থাকে। (২+১+6)= ৯

হিন্দু দেবতা BRAMBHA( ২ ৯ ১ ৪ ২ ৮ ১)২৭=2+৭=৯

৯টা গ্রহ।
৯টা শুভ রাত্রি(nava ratri)
নব পত্রিকা( nava patrika)
২৭টি নক্ষত্র (২+৭)= ৯
২৭ টি নক্ষত্রের ৪টি করে পাদ (২৭×৪=১০৮) ১+৮=৯
রাশি চক্রে ৩৬০° (৩+৬)=৯

মা তার সন্তানকে ৯ মাস তার পেটে ধারণ করেন।

মহাভারত লেখা হয়েছে ১৮টি আলাদা বইতে। (পর্ব)
১+৮=৯

গীতার ১৮টা পর্ব(১+৮)=৯

পুরা কালে দেবতা এবং অসুরের যুদ্ধ হয়েছিল ১৮ বছর।
১+৮=৯

রাম এবং রাবনের যুদ্ধ হয়েছিল ১৮মাস (১+৮=৯)

মহাভারতের যুদ্ধ হয়েছিল ১৮ দিন। (১+৮=৯)

আমার যখনই কোনো মন্ত্র পাঠ করি ১০৮/১০০৮ বার।
(১+৮+৯)

তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৯ নম্বরের মধ্যে সমস্ত পৃথিবীর শুভত্ব লুকিয়ে আছে। এবার তাড়াতাড়ি খাতা আর পেন নিয়ে বসে পড়ুন, দেখুন আপনার নাম্বার কি।
যদি ৯ আসে তাহলে খুব ভালো, নাহলে কষ্ট পাবেন না, আমি বাকি নম্বর নিয়ে লিখবো, তখন মিলিয়ে নেবেন।

SAMRAT (১ ১ ৪ ৯ ১ ২= ১৮)= ৯
(7890023700)= 36= ৯

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours