সম্পর্করা তৈরী হয়। রক্ত তো বারুদের ও নাম এক পূর্নিমায় রাখী বেঁধেছিল রাম কে ইসলাম।। এই কথাটির তাৎপর্য আজ কতটা সত্যি তা অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোলজারস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন এর কর্মকান্ড কে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব।আমাদের সাধারন সম্পাদক দেবাশিষ দার পরিচালনায় গঠিত আমাদের সংগঠনের প্রতিটি সদস্য যে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের মিলিত প্রচেষ্টায় একের পর এক সমাজ সেবা মূলক কর্মকান্ডের মাধ্যমে সংগঠনকে সাফল্যের শীর্ষে এগিয়ে নিয়ে চলেছে তা এক কথায় অবিস্মরণীয়। বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ডের মত আজ ও একটি মহৎ কর্মকান্ডের সাক্ষী রইলো তিলোত্তমা কলকাতা। পবিত্র রাখী বন্ধন উৎসবের মধ্য দিয়ে সকলের সাথে গড়ে তোলা হলো এক আতীতীয়তার সম্পর্ক ও এক অটুট মেলবন্ধন।আমাদের প্রধান ও সন্মানিত অতিথি মাননীয় অরুপ রায় মহাশয় Minister in Charge of Co-operation department of Government of West Bengal রাখী বন্ধন উৎসব পালন করলেন আমাদের সাথে।পথচারী সাধারণ মানুষের সাথে চির পরিচিতের মতন মিশে যেতে দেখে ভীষণ ভালো লাগলো অরুপ রায় মহাশয় কে।আমাদের সকলকে ডেকে নিয়ে গেলেন কাছেই তার নিজের অফিসে। এবং কথা দিলেন আমাদের সংগঠনের আগামী সকল রকম কাজে প্রত্যখ্য ভাবে সহযোগিতা করবেন, আর আমাদের সাথেই থাকবেন।যাবার সময় একটি কথাই বলে গেলেন “রাখি উৎসব অনেককেই পালন করতে দেখেছি আমার দীর্ঘ জীবনে কিন্তু অস্ট্রোলজাররা পথে নেমে এমন ভাবে মানুষের সাথে মিশে গিয়ে রাখি উৎসব করে এটা আমি দেখিনি বা শুনিও নি” সত্যি দিনের শেষে হয়তো এইটাই বড়ো পাওনা আমাদের কাছে।
You May Also Like
3rd Adi Guru Shankaracharya Temple of West Bengal
June 9, 2022
বাসন্তী দূর্গা পূজা ২০২২
June 9, 2022
More From Author
Purohit Sarad Samman 2023
November 23, 2023
3rd Adi Guru Shankaracharya Temple of West Bengal
June 9, 2022
Cancel reply
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours