শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে ।।
গত বছরের মতো এ বছরও কুমারী পুজার মাধ্যমে নবমী পুজো সমাপ্তি হলো।
নবপত্রিকার স্নানের মাধ্যমে শুরু সপ্তমীর সকাল৷ সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হলো কলা বউয়ের প্রবেশ পর্ব৷ পুরোহিত কুলের মুখে উচ্চারিত নবপত্রিকা স্নানের মন্ত্রাদি৷
সকলকে বাসন্তী দুর্গা পুজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আনন্দময়ীর আগমনে সকলের জীবন হয়ে উঠুক আনন্দময় এই কামনা করি।গত বছরের মত এ বছরও দুর্গতিনাশিনী দুর্গার আরাধনায় **AAWA **সহযোগীতায় সর্ব ভারতীয় ব্রাহ্মণ পরিষদ ও যুবা।এই মহতি কর্মে আপনাদের উপস্থিতি ও সহযোগীতা একান্ত ভাবে কাম্য।
অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পরিচালনায় আজ শুভারম্ভ “শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো” র ।।
[
+ There are no comments
Add yours