বিশ্বশান্তির কামনায় পদযাত্রা

Estimated read time 1 min read

গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধান ও সুপ্রিমকোর্ট শেষ কথা বলে। রাষ্ট্রবাসীর উচিত প্রশাসন, সংবিধান ও বিচার ব্যবস্থার উপর ভরসা করা। সাম্প্রতিক CAB ও NRC নিয়ে যে নাশকতা মূলক কাজ হচ্ছে তা কখনই কাম্য নয়। মরছে মার খাচ্ছে সাধারণ মানুষ ধ্বংশ হচ্ছে জাতীয় সম্পত্তি। দেশের সার্বিক মঙ্গল কামনা করে তাই আজ সকাল 10টায় মা সারদামণীর (বাগবাজার মায়ের বাড়ী) নিকট প্রার্থনা করে সেখান থেকে জ্যোতিষ পুরোহিত ও তান্ত্রিকরা সমবেত ভাবে বিশ্বশান্তির কামনায় পদযাত্রা করে বিবেকানন্দের বসত বাটিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম শুধু এই প্রার্থনা নিয়ে শান্তি বজায় থাকুক সর্বত্র। ।

এবার ঠিক আছে শান্তি বজায় রাখুন

Posted by Ranjon Pathak on Friday, 20 December 2019

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours