গণিতের জগতে ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যায় অঙ্ক আছে দশটি। আর এই দশটি অঙ্কের প্রতিটিরই কিছু না কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। তবে আজ আমরা দেখব গাণিতিক অঙ্ক ৮ কে নিয়ে (Number “8”)।।
★ “8” এমন একটি নাম্বার, তাকে যদি আমরা লম্বভাবে মাঝ বরাবর দুটি সমান ভাগে ভাগ করি, তবে দুটি “3” পাব।
★”8″ কে যদি আমরা আড়াআড়ি মাঝ বরাবর দুটি ভাগে ভাগ করি, তবে দুটি “0” পাব।
★”8″ কে যদি 90° ঘুরাই, তবে ইনফিনিটি সাইন। “∞” পাব।
★আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, 1 থেকে 9 পর্যন্ত লিখতে গেলে আপনার কলম নিম্নভাগে শেষ হয়, কিন্ত 8 এর বেলায় তা উর্ধভাগে।
এ তো গেল আট( 8) এর গাঠনিক বৈশিষ্ট্য। কিন্তু সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে এর একটি বিশেষ স্থান আছে। আর তা হল এটা জোতির্বিদ্যার প্রধান গ্রহ ” Saturn বা শনি” এর সংখ্যাই ৮।। জোতির্বিদরা মনে করেন সব বড় কাজে এর প্রভাব বিদ্যমান। যেমন:
★ রোডস দ্বীপের ভূমিকম্প 26 জুন1926
★ তাইওয়ান এর ভূমিকম্প 26 এপ্রিল 2010
★জাপানে ভূমিকম্প 26 ফেব্রুআরি 2010
★আমেরিকা ভূমিকম্প 26 জানুআরি 1700
★যুগোস্লাভিয়া ভূমিকম্প 26 জুলাই 1963
★আচেই সুনামি 26 ডিসেম্বর 2004
★জাকার্তা ভূমিকম্প 26 মে 2006
★তাসিক ভূমিকম্প 26 জুন 2010
★মেরাপি ভাঙ্গন 26 অক্টোবর 2010
এখানে দেখা যাচ্ছে 26 সংখ্যাটি সর্বত্র ই উপস্থিত। যার আস্ট্রোনমিকাল ভ্যালু (2+6)=8…!!!
সংখ্যাতত্ত্বের 8 প্রভাবে মানুষের শনির প্রভাব থাকে, নিজের জীবনটা কিছুটা দেরিতে শুরু হয়। 32 বছর বয়সের পর থেকে জীবনের উন্নতি দেখা যায়।
————————৩৭০ বাতিল।———–
———————06/08/1919————–
কিন্তু দিনটা বেছে নিলেন কেনো মোদীজি লোকসভায় ৩৭০ বাতিল করার জন্য?
খবর খুলে একবার দেখবেন আজকে সন্ধ্যা 19:16 মিনিটে ইলেক্ট্রনিক ভোটিংয়ের মাধ্যমে বিজেপি 351 টা ভোটের মাধ্যমে বিল পাশ করতে সক্ষম হয়েছেন।
আজকের ঐতিহাসিক সেই দিন স্বাধীনতার পর থেকে আমরা অপেখ্যা করছিলাম।
06/08/2019=26
2+6=8
সময় 19:16=17
1+7=8
71 টা স্বাধীনতা দিবস পালন করার পরে আমরা 370 বিল পাশ করতে পারলাম।
7+1=8
নিউমেরলজির গূঢ় রহস্য লুকিয়ে আছে সম্পূর্ণ ঘটনার পিছনে। পাঠকের মনে হতেই পারে আজকে ঘটনা সম্পূর্ণ কাকতলীয়। তাহলে ফেব্রুয়ারি মাসের পুলবামা ঘটনার কথা আশাকরি সকলের মনে আছে।
######পুলবামা
প্রধানমন্ত্রী ২৬ তারিখ বেছে নিলেন কেনো?
ভোররাতে ভারতের বিমানবাহিনী লাইন অফ কন্ট্রোল (এলওসি) রেখা অতিক্রম করে পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমাবর্ষণ করেছে এবং ৩০০ জন পাকিস্তানি মারা গেছেন।
১৪/০২/২০১৯ এর পুলবামা ঘটনার পরে বলেছিলেন কড়া জবাব দেওয়া হবে, ভারতের সব রাজনৈতিক দল এবং ১৩০ কোটি সাধারণ মানুষের একটাই প্রশ্ন ছিলো, জবাব তো দেওয়া হবে কিন্তু সেটা কবে?
গত রবিবারের রাজনাথ সিংহের রেপাব্লিক টিভিতে ইন্টারভিউ দেখে একবার মনে হয়েছিলো জল অনেকদূর গড়াবে কিন্তু কবে?
২৬ তারিখে ভোর রাতে ঘটনার সময় ঠিক হোলো কোনো?
Numerology নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে এই কনোর পিছনে অনেক কিছু খুজে পাওয়া যেতে পারে। ২৬= ২+৬=৮
কিন্তু এই ৮ কেনো?
কি আছে এই ৮ সংখ্যতে?
বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
NARENDRA MODI =62=6+2=8
DOB=17/09/1950=17=1+7=8
শুধু এই কারণেই ৮ সংখ্যায় মানে ২+৬=৮
বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী এটা অনেকেই মেনে নিতে পারবেন না আমি জানি।
ডিমনিটাইজেশনের ঘোষণার জন্য উনি বেছে নিয়েছিলেন 8 (৮)নভেম্বর রাত 8(৮)টা।
ব্যাপারটা শুনতে আপনাদের কাকতলীয় মনে হতে পারে।
তাহলে আসুন আরো কিছু ঘটনার কথা আপনাদের বলি তাহলে।
1, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 26/05/2014
26=2+6=8
2, গুজরাটের শেষ বারের মতন শপথ নিয়েছিলেন, সেদিন দিনটি ছিল 26/12/2012= 26=2+6=8
3, লোকসভা ভোটের নির্বাচনী প্রচার ( ভারত বিজয়) শুরু করেছিলেন 26/03/2014—-26=8
4, সাবলম্বন অভিযান শুরু করেছিলেন 17/09/2014–
17=8
5, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 08/04/2015
6, কৃষকদের জন্য TV CHANNEL শুরু করেছিলেন
26/05/2015—26=8
7, সার্ক উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন 26/11/2014
26=8
এগুলো সব কিছুই কাকতলীয় হতে পারেনা।
দিল্লির যে বাড়িতে প্রধানমন্ত্রী থাকেন, মানে যেখানে সকল প্রধানমন্ত্রীকেই থাকতে হয় তার নাম উনি পরিবর্তন করে 7 Race Course Road to 7 Lok Kalyan Marg এই 7 নাম্বারকে পরিবর্তন করে উনি 8 নাম্বার করে দিয়েছেন।
Chaldean calendar মতে Lok Kalyan Marg হলো 8,
এবার বুঝতে পারছেন নিশ্চই ওনার জীবনে numerology কিভাবে কাজ করছে প্রতি পদে পদে। এখনো শেষ হয়নি সব কিছু।
পাকিস্তানের বিরুধ্যে ক্ষমতার …
+ There are no comments
Add yours